Home> কলকাতা
Advertisement

Partha Chatterjee’s Health Update: অসুস্থ পার্থ এখনও হাসপাতালে! সংকটমুক্ত নয়, ফের ব্লাড টেস্ট...

Partha Chatterjee: সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিন রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। 

Partha Chatterjee’s Health Update: অসুস্থ পার্থ এখনও হাসপাতালে! সংকটমুক্ত নয়, ফের ব্লাড টেস্ট...

অয়ন শর্মা: পার্থ চট্টোপাধ্যায়কে এখনও পর্যবেক্ষণেই থাকতে হবে। EOW ওয়ার্ডের ৪০ নম্বর বেডে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকট মুক্ত নয়, এমনটাই খবর এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে। বুধবার ফের ইসিজি করা হবে তাঁর। সবসময় তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখতে হচ্ছে না। আজ ফের ব্লাড টেস্ট করা হবে পার্থর। সূত্রের খবর, ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন, R G Kar Case | Calcutta High Court: রাজ্যের 'সঞ্জয়ের ফাঁসি চাই' কি গ্রহণযোগ্য? 'বড়সড়' প্রশ্ন তুলে দিল হাইকোর্ট...

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেই কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও বর্তমানে তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে। সোমবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে দেখা যায় লুঙ্গির উপর পাঞ্জাবি পরে প্রিজন ভ্যান থেকে নামছেন পার্থ। মুখে অক্সিজেন নল লাগানো।প্রেসিডেন্সি জেলে অসুস্থবোধ করায় চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসক নীলাদ্রি সরকারের অধীনে ভর্তি পার্থ পার্থ চট্টোপাধ্যায়। মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে এখনই জেল থেকে বেরোতে পারছেন না পার্থ। কারণ, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের মামলায় তিনি এখনও জামিন পাননি। ওই মামলায় সম্প্রতি সিবিআই চার্জশিট দিয়েছে। ফলে তাঁকে আপাতত গরাদের ও পারেই থাকতে হবে। 

প্রসঙ্গত, ২০২২ সালে ২৩ জুলাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয় পার্থ। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। 

আরও পড়ুন, Train Cancell: আগামিকাল থেকে ৪ দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, প্রবল ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More