Home> কলকাতা
Advertisement

এইডস হয়েছে সন্দেহে মুমূর্ষ রোগীকে ফেরাল হাসপাতাল, অবশেষে ২৪ ঘণ্টার খবরের জেরে ভর্তি

এইডস হয়েছে সন্দেহে মুমূর্ষ রোগীকে ফেরাল হাসপাতাল, অবশেষে ২৪ ঘণ্টার খবরের জেরে ভর্তি

দুর্ঘটনায় কোমর-হাত ভেঙে যাওয়ার পরেও চিকিত্‍সা হয়নি। এইডস আক্রান্ত, নিছক এই সন্দেহের বশে ফিরিয়ে দেয় দু-দুটি সরকারি হাসপাতাল। ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর দিকে। অবশেষে চব্বিশ ঘণ্টার খবরের জেরে টনক নড়ল প্রশাসনের। হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে হাওড়ার বাসিন্দা ওই মহিলাকে।

লড়াই মৃত্যুর সঙ্গে। জীবনের জন্য। অথচ হাসপাতালে চিকিত্‍সার সুযোগটুকু পাচ্ছিলেন না রামরাজাতলার বাসিন্দা ওই মহিলা। তিনি এইডস আক্রান্ত, এই সন্দেহে বন্ধ করে দেওয়া হয় সরকারি হাসপাতালের দরজা। নয়ই নভেম্বর পথ দুর্ঘটনায় হাত-কোমর ভেঙে যায় মহিলার। শরীরে একাধিক চোট-আঘাত। হাওড়া জেলা হাসপাতালে ভর্তির করানোর সময় স্বামী জানিয়েছিলেন, তিনি AIDS আক্রান্ত। অভিযোগ, পরীক্ষা না করেই হাসপাতাল ধরে নেয় স্ত্রীও মারণ রোগে আক্রান্ত।   

বুধবার চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে হাওড়া জেলা হাসপাতালেই ভর্তি নেওয়া হয়েছে মহিলাকে। চিকিত্‍সাও হচ্ছে  বিনামূল্যে। কিন্তু এতগুলি দিন যে অসহনীয় অবস্থায় কাটালেন তিনি, তার দায় কে নেবে? কে বলবে, কেন অকারণ এই নরকযন্ত্রণা?  

 

Read More