Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh: 'মানুষ আর জি কর ভুলে গেছে, বগটুই ভুলে গেছে, কালীগঞ্জও ভুলে যাবে...'

Dilip Ghosh on Kaligunj: 'কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিস দুর্নীতিগ্রস্থ। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায় সেই মুসলমান একটি শিশুকে মরতে হল। আর জি কর, বগটুই যেমন চাপা পড়ে গিয়েছে, এটাও তাইই হবে', বললেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh: 'মানুষ আর জি কর ভুলে গেছে, বগটুই ভুলে গেছে, কালীগঞ্জও ভুলে যাবে...'

অয়ন ঘোষাল: দিলীপ ঘোষ মানেই বিতর্ক। বেশ অনেকদিন ধরেই বঙ্গ বিজেপির কোনও অনুষ্ঠান বা মোদী-শাহ মিটিং, সবকিছুতেই ব্রাত্য থেকেছেন দিলীপ ঘোষ। তবে এই নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কোনও মুখ খোলনেনি প্রাক্তন সাংসদ মঙ্গলবার সকালে কলকাতার ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয়।

দীঘায় জগন্নাথ উৎসব নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, 'সরকারি টাকায় উৎসব হচ্ছে। ওঁর জমানায় এটাই একমাত্র অ্যাচিভমেন্ট। ঠিক যেমন কলকাতার দুর্গাপুজো কার্নিভালে হয়। সরকারের অন্য কোনও উন্নয়ন নেই। রাস্তায় চাকরিহারা এবং চাকরি প্রার্থীরা বসে আছেন। তাদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা কে জানে? তাই ২৬ এর ভোটকে মাথায় রেখে এই উৎসব। পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে।' 

আরও পড়ুন:Hooghly Shocker: খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, ১৮ জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলেরই নেতার

প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসা করা হয়, কলকাতা ট্র্যাফিক পুলিস দীঘায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে-

দিলীপ বলেন, 'দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথ যাত্রা দেখেনি। আর কোথাও যেন রথ যাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথ যাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব। ওঁর মনে হচ্ছে উনি ওটা করে ভোট পেয়ে যাবেন। আমার খুব সন্দেহ আছে।'

পুলিসকে অন্য কাজে দেখি না- প্রাক্তন সাংসদ বলেন, 'কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিস দুর্নীতিগ্রস্থ। বাংলা দুর্বৃত্তদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছেন।' 

ওই জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে দ্বন্দ্ব?

দিলীপ ঘোষ বলেন, 'জগন্নাথ দেব তার নিজের জায়গায় আছেন। মন্দির হচ্ছে ভালো কথা। বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে শুধু জগন্নাথ রথ যাত্রা হবে এটা কেন? আপনাদের কাছে আর কোনও ইস্যু নেই? মানুষের আর কোনও সমস্যা নেই? এটা খুব বড় ভুল করছেন।' 

৪১ বছর পর ফের মহাকাশচারী পাচ্ছে ভারত, এই নিয়ে দিলীপ বলেন, 'ভারতের প্রযুক্তি এবং বিজ্ঞান দুনিয়ার সামনে আমরা বারবার তুলে ধরেছি। খুব স্পর্শকাতর বিষয়। এর আগে বারবার তারিখ বদলেছে। ভারত যে মনোবল নিয়ে যেভাবে এগোচ্ছে আমার মনে হয় এই অভিযান সফল হবে। আমরাও সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি।' 

প্রাক্তন সাংসদ কটাক্ষ করে বলেন যে ডোনাল্ড ট্রাম্প হল আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ট্রাম্প একটা জোকারে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলেন আর আচরণ করেন সেরকম একটা আন্তর্জাতিক চরিত্র পাওয়া গেছে।' 

আরও পড়ুন:Mobile Threat: মোবাইলে কার্টুন না সিরিয়াল! দুই বোনের ঝগড়ায় মায়ের শাসন, ঘরে ঢুকেই দিদি দড়িতে...

কালীগঞ্জ কাণ্ড নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'প্রকাশ্যে দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনোদিন দেখিনি। যে মুসলমানরা বারবার তৃণমূলকে বাঁচায় সেই মুসলমান একটি শিশুকে মরতে হল। আর জি কর, বগটুই যেমন চাপা পড়ে গিয়েছে, এটাও তাইই হবে। ওই গরীব পরিবার হাহাকার করবে।' 

বাংলা বললেই পুশ ব্যাক। অভিযোগ মুখ্যমন্ত্রীর, এই নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কে পশ্চিমবঙ্গের আর কে বাংলাদেশের বোঝা যায়না। বাংলাদেশের লোক এখানে এসে আধার রেশন কার্ড করিয়ে নেয়। সত্যিই ওরা এপার বাংলা না ওপার বাংলা সেটা পরীক্ষা হওয়া উচিত।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More