ব্যুরো: মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অসহযোগিতার রাস্তা থেকে সরে এলেন পেট্রোলিয়াম ডিলাররা। গতকাল নবান্নে স্বরাষ্ট্রসচিবের ঘরে রাজ্য প্রশাসনের তরফে ডিলারদের আশ্বস্ত করা হয়, টার্মিনালে আইন শৃঙ্খলার সমস্যার সমাধান করা হবে।
গতকাল রাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ রায় ডেকে পাঠান পেট্রোল ডিলারদের। শাসকদলের বিরুদ্ধে যে দাদাগিরির অভিযোগ উঠেছে সেটি বন্ধ হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। তারপরই শুক্রবার ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে আন্দোলনের রাস্তা থেকে সেরে আসার সিদ্ধান্ত নিল পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশন। তবে এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়েছেন ডিলাররা।