Home> কলকাতা
Advertisement

এক বছর ধরে যৌন নিগ্রহ SSKM-য়ে, কোনও ব্যবস্থা নেননি বিভাগীয় প্রধান

অভিযুক্ত বিশিষ্ট চিকিৎসক। অভিযোগ দায়ের তরুণী চিকিৎসকের।

এক বছর ধরে যৌন নিগ্রহ SSKM-য়ে, কোনও ব্যবস্থা নেননি বিভাগীয় প্রধান

রণয় তেওয়ারি: যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ। 

রাজ্যের অন্যতম সেরা সরকারি হাসপাতাল SSKM। সেই হাসপাতালের বিশিষ্ট  চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিগ্রহের (Sexual harrasment) অভিযোগ আনলেন এক তরুণী চিকিৎসক। তরুণী চিকিৎসকের দাবি, কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ওই তরুণী চিকিৎসক এই বিষয়ে বিভাগীয় প্রধানকে অভিযোগও করেছিলেন। কিন্তু ওই চিকিৎসকের বিরুদ্ধে এইচওডি (HOD) কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টে তরুণী চিকিৎসকের সঙ্গে দুর্বব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ।

আরও পড়ুন:  'স্বাস্থ্যসাথী' কার্ড ফেরত পেতে থানায় অভিযোগ জানাতে হল রোগীর পরিবারকে

তরুণীর অভিযোগ, তাঁকে দীর্ঘদিন ধরে যৌন নিগ্রহ করা হয়েছে। জোর করে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয়েছে। কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁকে মেসেজ করেও বিরক্ত করা হত। একাধিকবার ফোন তো আসতই। মাঝরাতেও ফোন করে বিরক্ত করা হত। 

শেষমেশ পুলিসের দ্বারস্থ হন বছর তেত্রিশের বিবাহিতা তরুণী। SSKM-এর ক্রিটিক্যাল কেয়ার (Critical care Medicine) মেডিসিন পোস্ট ডক্টরেট ট্রেনিং পদে রয়েছেন তরুণী। অত্যন্ত মেধাবী ছাত্রী। তাঁকেই ২০২০ সালের মার্চ মাস থেকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: নন্দীগ্রামে সম্ভাব্য মেগা ডুয়েলে ISF-কে 'হোল্ডে' রাখল আলিমুদ্দিন

Read More