জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। মামলা করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মামলা খারিজ করেছেন কলকাতা হাইকোর্টের বিপারপতি রাজাশেখর মান্থা।
বিচারপতি রাজাশেখর মান্থা নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন যে মামলাকারি কোনওভাবেই সরাসরি ক্ষতিগ্রস্থ নন। সেই কারণেই মামলা করা যাবে না। অন্যদিকে জনস্বার্থ মামলা করার এবং প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তরুণজ্যোতি তেওয়ারির অভিযোগ ছিল যে গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি ছিল যে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নিজের লেটারহেডে বেশ কয়েকজনের চাকরির সুপারিশ করেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন আরামবাগের সাংসদ।
Ur Great leader “Bangla Gaddar” ke sath din time deye chi,to ke 5,din dilam proman kore de,Jodi tui na paris tor birodhe o aayinee bebastha nebo. https://t.co/uH18vRsE6Z
— Aparupa Poddar (@AparupaPoddar) April 19, 2023
তার অভিযোগের পরেই অপরূপা পোদ্দার ট্যুইট করে বলেন, ‘আপনাদের গ্রেট লিডার বাংলার গদ্দারকে সাত দিন সময় দিয়েছি, তোকে ৫ দিন দিলাম প্রমাণ করে দে, যদি তুই না পারিস তোর বিরুদ্ধেও আইনি ব্যবস্তাহ নেবো’।
আরও পড়ুন: DA Protest: ৬ মে মুখ্যমন্ত্রীর পাড়ায় মহামিছিল, পুলিস অনুমতি না দিলে আদালতে যাওয়ার ভাবনা যৌথ মঞ্চের
মহামান্য হাইকোর্টে আবারও সত্যের জয় হল। বিজেপি তুমি যতই আমার নামে মিথ্যে অভিযোগ করে চরিত্র হননের চেষ্টা করো কিচ্ছু করতে পারবে না। আইন ব্যবস্থার প্রতি আমি শ্রদ্ধাশীল। মানুষের স্বার্থে আমার লড়াই জারি থাকবে এটাই আমার অঙ্গীকার।
— Aparupa Poddar (@AparupaPoddar) May 1, 2023
জয় হিন্দ।
বন্দেমাতরম।
জয় বাংলা।
সোমবার এই মামলা খারিজ হওয়ার পরেই ফের ট্যুইট করেছেন আরামবাগের সাংসদ। তিনি লিখেছেন, ‘মহামান্য হাইকোর্টে আবারও সত্যের জয় হল। বিজেপি তুমি যতই আমার নামে মিথ্যে অভিযোগ করে চরিত্র হননের চেষ্টা করো কিচ্ছু করতে পারবে না। আইন ব্যবস্থার প্রতি আমি শ্রদ্ধাশীল। মানুষের স্বার্থে আমার লড়াই জারি থাকবে এটাই আমার অঙ্গীকার। জয় হিন্দ। বন্দেমাতরম। জয় বাংলা।‘