ওয়েব ডেস্ক: উত্সবের মরসুমেও পুলিস মানবিক সত্ত্বার পরিচয় দিল। এবারই প্রথম জেলা পুলিস প্রশাসনের উদ্যোগে বর্ধমান শহরে শিশু বিকাশ কেন্দ্রে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে। গত কয়েকবছর ধরে দৃষ্টিহীন ও পথশিশুদের পুজোর সময় যে কোনও একদিন শহর পরিক্রমা করানো হত। যার মূল উদ্যোক্তা ছিলেন পুলিস সুপার SMH মির্জার সহধর্মিনী সারা মির্জা।
পুজোর চারদিনই যাতে তাদের আনন্দে কাটে, তাই এবছর শিশু বিকাশ কেন্দ্রেই পুজোর আয়োজন করেছে জেলা পুলিস প্রশাসন। শিশুদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করেন সমাজকর্মী সারা মির্জা। আর পুলিসের এই মানবিক উদ্যোগে খুশি বর্ধমানের মানুষ।