Home> কলকাতা
Advertisement

হেলমেটহীন বেপরোয়া বাইক রুখতে মধ্য কলকাতা জুড়ে পুলিসি ধরপাকড়

মধ্য কলকাতা মূলত রাজাবাজার, মল্লিকবাজার, পার্কসার্কাস, এক্সাইডে চলছে কড়া নজরদারি। 

হেলমেটহীন বেপরোয়া বাইক রুখতে মধ্য কলকাতা জুড়ে পুলিসি ধরপাকড়

নিজস্ব প্রতিবেদন: হেলমেট ছাড়া বাইক চালানোর ওপর আগেই কঠোর ছিল প্রশাসন। এবার আরও কড়াকড়িহল পুলিস।  মধ্য কলকাতা মূলত রাজাবাজার, মল্লিকবাজার, পার্কসার্কাস, এক্সাইডে চলছে কড়া নজরদারি। বালিগঞ্জেও চলছে ধরপাকড়। হেলমেট ছাড়া বাইক চালককে দেখলেই কেস দিচ্ছে পুলিস, হচ্ছে মোটা টাকার ফাইন। জি ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।

 

কারও মাথায় হেলমেট নেই। কারওবা হেলমেট আছে। কিন্তু তা বাঁধা মোটরবাইকের পিছনে। পথ দুর্ঘটনায় রাশ টানতে সারা রাজ্য জুড়েই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হয়। তারই মাঝে ঘটছে দুর্ঘটনাও। ঘটছে প্রাণহানি। পুলিশের দাবি, অভিযান চলছে নিয়মিত। তবু হুঁশ ফিরছে কই!

আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, দুপুর ২টো থেকে এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে ফল

নিয়ম হয়েছিল, হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে গেলে কোনও বাইক চালকে তেল দেওয়া হবে না। তাতেও কাজ হয়েছে কম। এবার তাই আরও কড়া পুলিস।

Read More