ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এলিয়ট রোডের একটি হোটেল থেকে জুয়াচক্রের দশ জনকে গ্রেফতার করল পুলিস। খবর ছিল, হীরা হলিডে ইন নামের ওই হোটেলে "পোকার' নামে জুয়ার আসর চলছে। নিজেদের সোর্সকে কাজে লাগায় গুন্ডাদমন শাখা। জুয়ারিদের সঙ্গে খেলায় অংশ নেয় পুলিসের সোর্স। এরপর রাত সাড়ে দশটা নাগাদ অভিযান চালায় পুলিস।
আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়
ঘটনাস্থল থেকে লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন, "পোকার' গেমের বোর্ড ও ডাইস বাজেয়াপ্ত হয়। নগদে লেনদেন ছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমেও লক্ষ লক্ষ টাকা লেনদেন হত বলে তদন্তে জানতে পেরেছে পুলিস। জুয়াচক্রের সঙ্গে হোটেলমালিক কাক্কু মালহোত্রার যোগ থাকলেও রাতভর তার নাগাল মেলেনি। ধৃতদের অধিকাংশই বড়বাজারে ব্যবসায়ী বলে জানা গেছে। ধৃত দশজনকে আজ আদালতে তোলা হবে।