Home> কলকাতা
Advertisement

বাগুইআটিতে বড়সড় ডাকাতির ছক বানচাল পুলিসের

ডাকাতির ছক বানচাল করল বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতার করা হল ৩ দুষ্কৃতীকে।

বাগুইআটিতে বড়সড় ডাকাতির ছক বানচাল পুলিসের

নিজস্ব প্রতিবেদন : ডাকাতির ছক বানচাল করল বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতার করা হল ৩ দুষ্কৃতীকে।

আরও পড়ুন, গঙ্গায় ধরা পড়ল বিশালাকার কচ্ছপ! ওজন শুনলে হাঁ হয়ে যাবেন

বুধবার রাতে বাগুইআটি থানার পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে। পুলিস খবর পায় যে, নারায়ণতলা খেলার মাঠে ৮ থেকে ১০ জন সশস্ত্র দুস্কৃতী জড়ো হয়েছে। খবর পাওয় মাত্র নারায়ণতলা খেলার মাঠে হানা দেয় বাগুইআটি থানার পুলিস। পুলিস হানা দিতেই বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিস।

আরও পড়ুন, ভিনরাজ্যে কর্মরত বাবার থেকে টাকা নিত ‘নকল’ ছেলে, পর্দা ফাঁসের ভয়েই খুন ছাত্র!

ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র, লোহার রড, তালা ভাঙার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, ডাকাতির উদ্দেশেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। ধৃতদের মধ্যে ২ জন শ্যামপুকুর থানা এলাকার বাসিন্দা। একজন বাগুইহাটি থানা এলাকার বাসিন্দা।

Read More