Home> কলকাতা
Advertisement

এক ঝলকে দেখে নিন ১৯৮৪ সাল থেকে মমতার রাজনৈতিক কেরিয়ার

আজ দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নিন, মমতার রাজনৈতিক কেরিয়ার।

 এক ঝলকে দেখে নিন ১৯৮৪ সাল থেকে মমতার রাজনৈতিক কেরিয়ার

ওয়েব ডেস্ক: আজ দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নিন, মমতার রাজনৈতিক কেরিয়ার।

১৯৮৪ - সিপিএমের হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়ে লোকসভায় প্রথম প্রবেশ।

১৯৮৯ - সাফল্যের পর ব্যর্থতাও দেখতে হল তাঁকে। মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুর কেন্দ্রেই হেরে যান!

১৯৯০ - হাজরাতে সিপিআইএম কর্মীদের হাতে জখম। মাথা ফাটে মমতার।

১৯৯১ - ফের এলেন লোকসভায়। দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিপ্লব দাশগুপ্তকে হারিয়ে। নরসিমা রাও সরকারের মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া, যুবকল্যাণ, নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী হন।

১৯৯৩ - তাঁর নেতৃত্বে মহাকরণ অভিযান। ১৩জন যুবকংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত।

১৯৯৭ - কংগ্রেস থেকে পদত্যাগ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষণা।

১৯৯৯ - বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শরিক হন। রেলমন্ত্রী হন তিনি।

২০০১ - এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট। সে বছরই ফের যোগ দেন এনডিএ-তে!

২০০৪ - এনডিএ সরকারের কয়লা এবং খনি দফতরের মন্ত্রী।লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কেবলমাত্র একটি আসনে জয়ী!

২০০৬ - সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানায় যাওয়ার সময় তাঁকে বলপূর্বক বাধা দেওয়া হয়। এরপর বিধানসভায় ভাঙচুর। প্রতিবাদে কলকাতায় ২৫ দিনের অনশন।

২০০৮ - পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদে জয়ী তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং সিঙ্গুরেও জয়ী।

২০০৯ - লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট ৪২ টি আসনের মধ্যে ২৬টিতেই জয়ী!

২০১০ - কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস

২০১১ - বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট ২৯৪ আসনের মধ্যে ২২৭ আসনে জয়ী! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

২০১৬ - একা নির্বাচনে লড়ে বাম-কংগ্রেস জোটকে উড়িয়ে দিল তৃণমূল। ২৯৪ আসনের ২১১টিতেই জয়ী তৃণমূল! টানা দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More