Home> কলকাতা
Advertisement

চা আর চানাচুর বিক্রেতাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার দাবিতে SFI এর বিক্ষোভ, ৩ ঘণ্টা ঘেরাও প্রেসিডেন্সির ডিন

ক্যাম্পাসে চা আর চানাচুর বিক্রেতাদের ঢুকতে দিতে হবে। এই দাবিতে SFI এর অবস্থান বিক্ষোভ। তার জেরে ৩ ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে। পড়ুয়াদের অভিযোগ, প্রমোদ নামে যে ব্যক্তি ক্যাম্পাসে ক্যান্টিন চালান, গত ৭ তারিখ থেকে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না চাবিক্রেতা আনন্দ আর চানাচুর বিক্রেতা দিলীপ সাহাকে। প্রতিবাদে গতকাল দুপুর থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন SFI সমর্থক পড়ুয়ারা। বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিন অনুপ কুমার মাইতিকে ঘেরাও করা হয়। ৩ ঘণ্টা আটকে থাকার পর সাড়ে আটটায় ছাড়া পান তিনি। রাতেও চলে অবস্থান কর্মসূচি। দাবি না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন- প্লাস্টিক রোধে নয়া আইন, খসড়া তৈরি কলকাতা পুরসভার 

চা আর চানাচুর বিক্রেতাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার দাবিতে SFI এর বিক্ষোভ, ৩ ঘণ্টা ঘেরাও প্রেসিডেন্সির ডিন

ওয়েব ডেস্ক: ক্যাম্পাসে চা আর চানাচুর বিক্রেতাদের ঢুকতে দিতে হবে। এই দাবিতে SFI এর অবস্থান বিক্ষোভ। তার জেরে ৩ ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে। পড়ুয়াদের অভিযোগ, প্রমোদ নামে যে ব্যক্তি ক্যাম্পাসে ক্যান্টিন চালান, গত ৭ তারিখ থেকে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না চাবিক্রেতা আনন্দ আর চানাচুর বিক্রেতা দিলীপ সাহাকে। প্রতিবাদে গতকাল দুপুর থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন SFI সমর্থক পড়ুয়ারা। বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিন অনুপ কুমার মাইতিকে ঘেরাও করা হয়। ৩ ঘণ্টা আটকে থাকার পর সাড়ে আটটায় ছাড়া পান তিনি। রাতেও চলে অবস্থান কর্মসূচি। দাবি না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন- প্লাস্টিক রোধে নয়া আইন, খসড়া তৈরি কলকাতা পুরসভার 

Read More