জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুকান্ত মজুমদারের উত্তরসূরী কে তা এখনওপর্যন্ত ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি। তার মধ্যেই আজ দলের সাংগঠনিক বৈঠক হচ্ছে। চলতি মাসের শেষেই অমিত শাহ রাজ্য সফর রয়েছে। তার আগেই দল চাইছে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে। শুভেন্দু অধিকারী যে দৌড়ে নেই তা তিনি নিজেই জানিয়েছেন। এরকম এক অবস্থায় আজ দলের বৈঠকে যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বলেন, গেম একই থাকে। ক্যাপ্টেন বদলে যায়। এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। তাঁকে ঘিরেই জল্পনা তুঙ্গে। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে? এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। এরকম এক পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের ওই মন্তব্য কি রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ দলের বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে থাকছেন কেন্দ্রীয় নেতৃত্বরাও। এখন দেখার বিষয় রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কারও নাম উঠে আসে কিনা।
আরও পড়ুন-সঙ্গিনীকে হারানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিল, মুখ্যমন্ত্রীর আদরের সোহান আর নেই
দলের বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আজকের বৈঠক হল সাংগঠনিক বৈঠক। বিজেপিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে।
রাজ্য বিজেপির সভাপতি বদল হতে পারে তার একটা ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই। বিজেপির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ২২ জন যদি জেলা সভাপতি থাকেন তাহলে নমিনেশন প্রক্রিয়া শুরু করা যায়। গত পরশু দিনই ২৫ জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই সাংগঠনিক ভোটাভুটিতে কোনও সমস্যা নেই। সুকান্ত টিম গেমের কথা বলেছেন। ফলে বদল কি হতে চলেছে?
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী যে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নেই তা তিনি নিজেই স্পষ্ট করেছেন। তিনি বলেন, বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করা হবে তা বিজেপি ঠিক করে। কিন্তু মুখ্যণন্ত্রী কখনও রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনও রাজ্য সভাপতি হয় না
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)