Home> কলকাতা
Advertisement

২১-এর মহিমায় মেট্রো যেন বনগাঁ লোকাল

ওপরে, রাস্তায় ভোগান্তির শেষ নেই। রেহাই পাওয়া গেল না পাতালেও। আজকের দিনে যা হতে পারত মুক্তির পথ, তাই হয়ে দাঁড়াল ভোগান্তির কারণ।  

২১-এর মহিমায় মেট্রো যেন বনগাঁ লোকাল

ওয়েব ডেস্ক: ওপরে, রাস্তায় ভোগান্তির শেষ নেই। রেহাই পাওয়া গেল না পাতালেও। আজকের দিনে যা হতে পারত মুক্তির পথ, তাই হয়ে দাঁড়াল ভোগান্তির কারণ।  

একুশে জুলাইয়ের চাপ থেকে রেহাই পেতে শহরবাসীর এক্সিট রুট মেট্রোই সাত সকালে বিকল। কবি সুভাষ থেকে ছাড়ার পরই শহিদ ক্ষুদিরাম স্টেশনে এসে যান্ত্রিক গোলযোগে বিকল দমদমগামী মেট্রো। প্রায় আধঘণ্টার ওপর একইভাবে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বন্ধ হয়ে যায় আপ লাইনের সমস্ত ট্রেন চলাচল।  ট্রেন না পেয়ে অফিস টাইমের মেট্রো যন্ত্রণায় হিমশিম অবস্থা যাত্রীদের।

একুশের মেট্রো এদিন যেন বনগাঁ লোকাল। ভিড়ে ঠাসা। গোদের ওপর বিষ ফোঁড়া বাড়তি ভিড়ে স্টেশনে স্টেশনে মেট্রোর দরজাই আর বন্ধ হয় না। প্রতি স্টেশনেই গোঁত্তা খেতে খেতে এগিয়েছে ট্রেন। মেট্রোয় এসেও তাই অনেকেরই অফিসে পড়েছে লাল ঢ্যাঁড়া। পাতাল থেকে বেরিয়ে হাঁফ ছেড়েছেন যাত্রীরা।

Read More