Home> কলকাতা
Advertisement

R.G. Kar Movement face Dr. Proloy Basu: আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ জনপ্রিয় চিকিত্‍সকের রহস্যমৃত্যু! স্ত্রীও ডাক্তার...

Dr. Proloy Basu: আর জি কর কাণ্ডে পরে তৈরি হয়েছিল অভয়া মঞ্চ। রাজ্যের বিভিন্ন জায়গায় অভয়া মঞ্চের ডাকে জমায়েত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। চলেছে অভয়া ক্লিনিক করছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ৯ তারিখ, সোমবার, তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া স্মরণে, আর জি কর হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি টালা থানা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

R.G. Kar Movement face Dr. Proloy Basu: আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ জনপ্রিয় চিকিত্‍সকের রহস্যমৃত্যু! স্ত্রীও ডাক্তার...

অয়ন শর্মা: 

'কালের বিচারে পাঁচ মাস খুবই কম। কিন্তু পাঁচ মাস যদি এক দম্পতিকে তাঁদের সন্তানদের মৃত্যুর পর অপেক্ষা করতে হয় প্রকৃত অপরাধীর সন্ধানের জন্য, সঠিক বিচারের জন্য, তখন? তখন মনে হয় কবে কাটবে এই ঘোর তমসা। সময় সত্যিই আপেক্ষিক...' ডক্টর প্রলয় বসু বলেছিলেন। কে ডক্টর প্রলয় বসু?

অভয়া আন্দোলনে প্রথম সারি তে ছিলেন, ডক্টর প্রলয় বসু। বেহালায় বাড়িতে গতকাল রাতে আত্মঘাতী হন। তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কাঁটাপুকুর মর্গে, ময়না তদন্ত চলছে তাঁর। মানসিক অবসাদে ভুগছিল অনেকদিন ধরে, তাঁর চিকিত্‍সাও চলছিল। স্ত্রী জিনিয়া বসু একজন রেডিওলজিস্ট। বিগত দুই সপ্তাহ ধরে, অসুস্থ ছিলেন। দুজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন তিনি। বেহালায়,প্রাইভেট প্র্যাকটিস করতেন।তার স্ত্রী ও একজন চিকিৎসক। রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ৪৯ বছরের শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসু, বর্ধমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। Ramakrishna Mission Seva Pratishthan (RMSP) and Vivekananda Institute of Medical Sciences (VIMS) থেকে এম ডি করেন তিনি।

আরও পড়ুন: Mainul Ahsan Nobel: ড্রাগের নেশায় বুঁদ হয়ে নাগাড়ে ধর্ষণ, জেলবন্দি নোবেল ঈদে এখন কাঁদছে...

ডাঃ প্রলয় বসুর মরদেহ কাঁটা পুকুর মর্গে নিয়ে গেছে। 3.30 টের মধ্যে PM শেষ হয়ে যাবে। পরিবার সরাসরি ওখান থেকেই বিকাল 4 টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাবে শেষকৃত্যের জন্যে।  

উল্লেখ্য জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে প্রায় আশিটা সংগঠন মিলে গঠিত হয়েছিল অভয়া মঞ্চ । ডক্টর প্রলয় বসু ছিলেন সেখানকার উল্লেখযোগ্য মুখ। সিনিয়র চিকিৎসকরা ছাড়াও সেখানে রয়েছে আরও অন্যান্য অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠন। 

আরও পড়ুন: Himangshi Narwal wife of Pahelgam Terror attack survivor Vinay Narwal: পহেলগাঁও হামলার মুখ সদ্যবিধবা হিমাংশীকে নিয়ে বেনজির নোংরামি! বাজারে 'নগ্ন' ভিডিয়ো...

মূলত এই অভয়া মঞ্চের প্রধান দাবি হল, আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায়বিচার । তবে এর পাশাপাশি তারা সরব হয়েছে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির থ্রেট কালচারের বিরুদ্ধেও । মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি, সমাজের যেখানে যেখানে থ্রেট কালচার দেখা যাবে, সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে অভয়া মঞ্চ । পাশাপাশি তারা নারী-পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবে বলে জানিয়েছে । চিকিৎসক মনীষা আদত, পূর্ণব্রত গুণ এবং তমোনাশ চৌধুরীর নেতৃত্বে প্রাথমিক পর্যায়ে এই অভয়া মঞ্চ গড়ে উঠেছে ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More