Home> কলকাতা
Advertisement

Rajanya Halder: 'AI নগ্ন ভিডিয়ো' বিতর্ক! সোনারপুর থানায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে রাজন্যা...

Rajanya Haldar AI controversy: পুলিসের দাবি, এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি। যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি সংক্ষেপে জানান, 'এখন কিছু বলতে চাই না। পরে সব বলব।'     

Rajanya Halder: 'AI নগ্ন ভিডিয়ো' বিতর্ক! সোনারপুর থানায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে রাজন্যা...

তথাগত চক্রবর্তী: তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যাকে জিজ্ঞাসাবাদ, সোনারপুর থানায় এক ঘণ্টা ধরে চলল প্রশ্নপর্ব। 

সোনারপুর থানায় এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে। অভিযোগ, রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়।

আরও পড়ুন:  Rajanya Haldar: 'হঠাত্‍ করে মনে হল ওর মোবাইলে আমার নগ্ন ছবি! ক্যামেরার সামনে সেজেগুজে বসে... বিস্ফোরক লাভলি মৈত্র

আরও পড়ুন:  Chandannagar Crime News:চন্দননগরে ছিছিক্কার! নামী স্কুলের প্রিন্সিপালের অশ্লীল হাত পড়ুয়ার গায়ে, বাড়ি ফিরেই...

নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে, থানার এক মহিলা অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজন্যার অভিযোগের ভিত্তিতে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। বিশেষ করে, তাঁর অভিযোগপত্রে উল্লিখিত ছবিগুলির উৎস কোথা থেকে, কী ভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন, তা জানার চেষ্টা করে পুলিস। এমনকি তাঁকে নির্দিষ্ট ইউআরএল (URL) লিংক দিতে বলা হয়। 

পুলিসের দাবি, এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি। যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি সংক্ষেপে জানান, 'এখন কিছু বলতে চাই না। পরে সব বলব।' 

প্রসঙ্গত, দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্যা সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য ও পোস্টের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। তাঁর অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। পুলিস এই মুহূর্তে রাজন্যার দেওয়া তথ্য যাচাই করছে। প্রয়োজনে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। তদন্তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে সোনারপুর থানার পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More