Home> কলকাতা
Advertisement

কলকাতা নগরপালের দায়িত্বে ফিরলেন রাজীব কুমার, সরলেন সৌমেন মিত্র

কলকাতার নগরপালের দায়িত্ব ফেরানো হল রাজীব কুমারকে। আজ সন্ধ্যা ৭টার পর লালবাজারের দায়িত্ব বুঝে  নিলেন তিনি। ADG ট্রেনিং পদের দায়িত্ব গেলেন সৌমেন মিত্র।

কলকাতা নগরপালের দায়িত্বে ফিরলেন রাজীব কুমার, সরলেন সৌমেন মিত্র

ওয়েব ডেস্ক :কলকাতার নগরপালের দায়িত্ব ফেরানো হল রাজীব কুমারকে। আজ সন্ধ্যা ৭টার পর লালবাজারের দায়িত্ব বুঝে  নিলেন তিনি। ADG ট্রেনিং পদের দায়িত্ব গেলেন সৌমেন মিত্র।

এবছরের ফেব্রুয়ারিতে কলকাতার নগরপালের দায়িত্ব নেন দুঁদে এই গোয়েন্দা। কিন্তু, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধী শিবির থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বিজেপি নেতা  রাহুল সিনহাকে ঘুষের চক্রান্তে রাজীব কুমার সরাসরি যুক্ত বলে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে  অভিযোগ জানায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। ৩০ মার্চ নগরপালের পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব নেন সৌমেন মিত্র। ভোটের ফল প্রকাশের পরই পুরনো দায়িত্ব ফিরে পেলেন রাজীবকুমার। 

Read More