কলকাতা: সারদা তদন্তে জেরা করা হচ্ছে প্রাক্তন পুলিস কর্তা রজত মজুমদারকে। গতকালই রাজ্যের প্রাক্তন ডিজি রজত মজুমদারকে ডেকে পাঠায় সিবিআই। কিছুক্ষণ আগেই সিবিআই দফতরে পৌছেছেন রজত মজুমদার। সিবিআই সূত্রে খবর, সারদার সঙ্গে তার আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই তাঁকে জেরা করা হচ্ছে।
সারদা গোষ্ঠীর কনসালটেন্ট হিসেবে এক বছর যুক্ত ছিলেন রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি। চোদ্দই অগাস্ট রজত মজুমদারের কলকাতার ফ্ল্যাটে তল্লাসি চালিয়ে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তল্লাসি চালানো হবে তাঁর বোলপুরের বাড়িতেও। এদিকে সারদার আরও দুই মহিলা কর্মীকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। তাঁদেরও জেরা করা হচ্ছে।