Home> কলকাতা
Advertisement

খাস কলকাতায় ধর্ষণ মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে

গতরাতে এন্টালি থানা এলাকায়  ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পটারি রোডের বাড়িতে বাবা মা না থাকার সুযোগে পাঁচিল টপকে ঢোকে দুষ্কৃতী। বাড়ির মধ্যেই ধর্ষণ করা হয় তরুণীকে। তদন্ত শুরু করে ইতিমধ্যেই মূল অভিযুক্ত অজয় মণ্ডলকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিস।

খাস কলকাতায় ধর্ষণ মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে

ওয়েব ডেস্ক: গতরাতে এন্টালি থানা এলাকায়  ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পটারি রোডের বাড়িতে বাবা মা না থাকার সুযোগে পাঁচিল টপকে ঢোকে দুষ্কৃতী। বাড়ির মধ্যেই ধর্ষণ করা হয় তরুণীকে। তদন্ত শুরু করে ইতিমধ্যেই মূল অভিযুক্ত অজয় মণ্ডলকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিস।

মনে শাস্তির ভয় না থাকাতেই দুষ্কৃতীরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। এন্টালিতে ধর্ষণের ঘটনা অভিযোগ করলেন নারী আন্দোলনকর্মী শাশ্বতী ঘোষ।

সমাজে ছড়িয়ে পড়ছে মানসিক বিকৃতি। তার দায় নিতে হবে আমাদের সকলকেই। এন্টালির ধর্ষণের ঘটনায় এই ভাষাতেই উদ্বেগপ্রকাশ করলেন সমাজকর্মী মীরাতুন নাহার।

Read More