Home> কলকাতা
Advertisement

ফের বেপরোয়া গতির জের, রাতের শহরে দুর্ঘটনা

ফের বেপরোয়া গতির জের। ফের  দুর্ঘটনা দেখল রাতের শহর। গতকাল রাত এগারোটা নাগাদ কসবার একটি মলের কাছে দুটি গাড়ির ধাক্কা লাগে। একটি গাড়ির পিছনে ধাক্কা মারে অন্য গাড়ি। আহত হন একটি গাড়ির চালক। হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

ফের বেপরোয়া গতির জের, রাতের শহরে দুর্ঘটনা

ওয়েব ডেস্ক : ফের বেপরোয়া গতির জের। ফের  দুর্ঘটনা দেখল রাতের শহর। গতকাল রাত এগারোটা নাগাদ কসবার একটি মলের কাছে দুটি গাড়ির ধাক্কা লাগে। একটি গাড়ির পিছনে ধাক্কা মারে অন্য গাড়ি। আহত হন একটি গাড়ির চালক। হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

দিন কয়েক আগেই টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণ হারান গাড়িতে বিক্রমের সহযাত্রী মডেল সোনিকা সিং চৌহ্বান। বিক্রমের বিরুদ্ধে নিয়ন্ত্রহীন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। কিন্তু তারপর থেকেও যেন হুঁশ ফেরেনি শহরের।

আরও পড়ুন, ফের চিকিত্‍সায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ শহরের নামী নার্সিংহোমের বিরুদ্ধে

Read More