নিজস্ব প্রতিবেদন: ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি। সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়া শহরের হাটমহাতপ লেনে। কাপড় ও বিউটি পার্লারের ব্যবসা করেন স্থানীয় চৈতালী দত্ত। অভিযোগ, স্বামী বাইরে চলে যাওয়ার পরেই বাড়ির সামনে হাজির হয় একটি চারচাকা। পাঁচ-ছয় জন গাড়ি থেকে নেমে নিজেদের ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ঘরে ঢোকে। এরপরই সমূর্তি ধারণ করে ডাকাতরা। চৈতালী দেবীকে বেধে রেখে মারধর করে লুঠ করা হয় যাবতীয় জিনিসপত্র। ডাকাতদল চম্পট দেওয়ার অনেক পড়ে বাড়িতে আসেন পরিচারিকা। তিনিই তড়িঘড়ি খবর দেন প্রতিবেশীদের। অসুস্থ অবস্থায় বাঁকুড়া সম্মীলনী হাসপাতালে ভর্তি মহিলা। বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি
সিনেমার চিত্রনাট্যের মতই সর্বস্ব লুঠ করে পালায় ডাকাতদল। অভিযোগ ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করা হয় গৃহকর্ত্রীকে। এমন ঘটনায় তাজ্জব স্থানীয়রা। আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকা। রীতিমত রেকি করে, বাড়ি ফাঁকা থাকার সময়ে এসেছিল ডাকাতরা। সব তথ্যই ছিল ডাকাতদের কাছে। প্রশাসনের কর্তারা পৌছে যান বাড়িতে। ডগ স্কোয়াড দিয়েও শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে শহরের সিসিটিভি ফুটেজ। হাইটেক ডাকাতির নেপথ্যে ঘনিষ্ট কেউ থাকতে পারে বলে অনুমান।