Home> কলকাতা
Advertisement

App Cab: গন্তব্যে পৌঁছে দিতে বেশি ভাড়া! না দেওয়ার মহিলা যাত্রীকে লাথি, গ্রেফতার চালক...

Salt Lake: যুবতীর অভিযোগ, ওই ক্যাবচালক তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। শেষমেশ যদিও চালক তাঁকে ঠিক গন্তব্যে নামিয়ে দেন, কিন্তু অনলাইনে পেমেন্ট করার পরও তিনি অতিরিক্ত টাকা দাবি করে। 

App Cab: গন্তব্যে পৌঁছে দিতে বেশি ভাড়া! না দেওয়ার মহিলা যাত্রীকে লাথি, গ্রেফতার চালক...

নান্টু হাজরা: সল্টলেকে বন্ধুর বাড়ি আসতে গিয়ে ক্যাপ চালকের হাতে মার খেলো এক মহিলা। বিধান নগর উত্তর থানার হাতে গ্রেফতার ক্যাব চালক। বাগুইআটি থেকে সল্টলেকে বন্ধুর বাড়ি আসবে বলে গাড়ি বুকিং করেন ওই মহিলা। ক্যাব চালক তাকে নিয়ে আসে করুণাময়ী সামনে এবং বলে এখানেই তাকে নামতে হবে। মহিলা তখন বলেন তার গন্তব্যে তিনি পৌঁছয়নি। তখন থেকেই মহিলা সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে ক্যাব চালক।

আরও পড়ুন, East West Metro: এবার কি বেসরকারি হাতে ইস্ট ওয়েস্ট মেট্রো? ১৫ কিমি যেতে কি খসবে ১৫০ টাকা?

পরবর্তী ক্ষেত্রে মহিলাকে সঠিক জায়গায় নামালে মহিলা অনলাইনে পেমেন্ট করে। তখন ক্যাপ চালক এক্সট্রা টাকা দাবি করে। মহিলা দিতে না চাইলে মহিলার হাত ধরে এবং মহিলাকে একটি লাথিও মারে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালক শাহবাজ আলিকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ওই যাত্রী ও তাঁর পরিবারের। ঘটনায় শহরের অ্যাপ ক্যাবে যাত্রীদের সুরক্ষা নিয়ে ফের উঠল প্রশ্ন। এই মুহূর্তে ক্যাব চালককে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিস।

ঘটনাটি ঘটেছে গতকাল, সন্ধ্যায়। বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা গৃহবধূ শর্মিষ্ঠা ঘোষ ক্যাব(ইন ড্রাইভ) বুকিং করেছিলেন। তিনি সল্টলেকের ডিএফ৯ এলাকায় যাচ্ছিলেন। ক্যাব বুকিংয়ের সময়ই ১৬০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছিল। ওই গৃহবধূ গাড়িতে ওঠার পর প্রথম দিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু পরে চালক শাহবাজ আলি আরও টাকা দাবি করতে থাকেন বলে অভিযোগ।

আরও পড়ুন, Kolkata Law College Incident: মিলল র*ক্ত-নমুনা! কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More