Home> কলকাতা
Advertisement

Mamata On School Open: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য 'পাড়ায় শিক্ষালয়'

Mamata On School Open: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যা খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য 'পাড়ায় শিক্ষালয়'। এবার থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আরও ঘোষণা

  • ৭৫ শতাংশ লোক নিয়ে ওয়ার্ক ফ্রম হোমে ছাড়।
  • ৭৫ শতংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি ও বেসরকারি অফিস।
  • ৭৫ শতাংশ লোক নিয়ে খুলতে পারবে রেস্টুরেন্ট, বার, সিনেমা হল।
  • পার্ক, বিনোদন পার্ক আপাতত খুলে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার।
  • ৭৫ শতাংশ লোক নিয়ে স্পোর্টস অ্য়াক্টিভিটি করা যাবে।
  • ৭৫ শতাংশ মানুষ নিয়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাস্তার মিটিং, মিছিল ২০০ জনকে নিয়েই করতে হবে।
  • কলকাতা থেকে মুম্বই এবং দিল্লির বিমানে বিধিনিষেধ উঠল। বেঙ্গালুরুতে করোনা গ্রাফ ঊর্ধমুখী থাকায় কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি বহাল থাকছে। 
  • কলকাতা-ব্রিটেন বিমান চলাচলেও বিধিনিষেধ উঠল। তবে RTPCR বাধ্যতামূলক।
  • স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হচ্ছে। বছরে ৬ হাজার ইন্টার্নকে নেওয়া হবে। তাদের মাসে ৫ হাজার টাকা করে সম্মানিক দেওয়া হবে।
  • রাজ্যে তৈরি হচ্ছে 'জয়হিন্দ বাহিনী'। জঙ্গল মহল, শিলিগুড়ি, কলকাতা, ব্যারাকপুর জোনে ভাগ করা হবে। নেতাজির তৈরি 'আজাদ হিন্দ ফৌজ'-এর পোশাক এই বাহিনীকে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ তৈরির চেষ্টা এই বাহিনীর কাজ হবে। 

আরও পড়ুন: Kolkata Minor Rape: 'চুরমুর' আনতে যায় মেয়ে, সুযোগ বুঝে নাবালিকার সঙ্গে 'ঘৃণ্য কাজ' বান্ধবীর বাবার

আরও পড়ুন:  Municipal Election: পিছিয়ে দেওয়া হোক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন,আগামিকাল কমিশনে বিজেপি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

Read More