Home> কলকাতা
Advertisement

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা, বসছে আরও সিসি ক্যামেরা

খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতেই নিরাপত্তায় ফাঁক! কীভাবে বাড়ির চত্বরে ঢুকল যুবক? মুখ্যসচিবের ক্ষোভের মুখে DG(নিরাপত্তা)। তদন্তের নির্দেশ।

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা, বসছে আরও সিসি ক্যামেরা

পিয়ালি মিত্র: কীভাবে ঢুকল যুবক? কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বাড়ল। ইতিমধ্যেই অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করেছে লালবাজার। বাড়ানো হচ্ছে সিসিটিভি সংখ্যা। সূত্রের খবর তেমনই।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়েন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লা। গাড়ির রাখার জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রাতভর ভিতরেই ছিলেন ওই যুবক।  কেন? অসাধু উদ্দেশ্যে হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকেছিলেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিস।

আরও পড়ুন: Mamata Banerjee: ওর মাথা খারাপ; একবার নবান্নেও ঢুকে পড়েছিল, ছেলের পক্ষে সওয়াল হাফিজুলের বাবার

কীভাবে এমন ঘটনা ঘটল? এদিন নবান্নে স্বরাষ্ট্রসচিব, DG(নিরাপত্তা) ও কলকাতার পুলিস কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। তাঁর ক্ষোভের মুখে পড়েন  DG(নিরাপত্তা)। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পুলিস সূত্রে খবর, নিরাপত্তা দিক থেকে মুখ্যমন্ত্রীর বাড়িকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যে বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন, সেই বাড়ি ও চত্বরের নিরাপত্তা দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সের(SSU)। আর বাইরের অংশে মোতায়েন থাকেন কলকাতা পুলিসের কর্মীরা। মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার মুখে ব্যাঙ্কারে আবার সর্বক্ষণ পাহারা দেয় কমব্যাট ফোর্স।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More