মৌমিতা চক্রবর্তী: 'ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা নেই কেন'? ওড়িশাকাণ্ডে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিল SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির। ওড়িশায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে তারা।
ওড়িশায় ছাত্রী ভয়াবহ 'যৌন হেনস্থা'! প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নির্যাতিতা। ড়িশার বালাসোর কলেজের ঘটনায় প্রকাশ্য়ে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। জানা গিয়েছে, অভিযুক্তের অবিলম্বে বদলির সুপারিশ করেছিল ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি। কিন্তু কলেজের অধ্যক্ষ তা উপেক্ষা করেন।
গত ১৪ জুলাই ভুবনেশ্বর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বালাসোরের ফকির মোহন অটোনমাস কলেজের (Balasore Fakir Mohan Autonomous College) বি.এড পড়ুয়া ওই নির্যাতিতা। ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভুবনেশ্বর এইমসে ভর্তি করা হয়েছিল। নির্যাতিতার মৃত্যুর পরই হইচই শুরু হয় বিভাগীয় প্রধান সমীর রঞ্জন সাহুর (Sameer Ranjan Sahoo) বিরুদ্ধে উঠে আসা অভিযোগ নিয়ে। এরমধ্যে অধ্যক্ষ দিলীপ ঘোষকে (Dillip Ghose) নিয়েই অভিযোগ সবচেয়ে গুরুতর।
অভিযোগ, নির্যাতিতা কলেজের অভ্যন্তরীণ কমিটির কাছে প্রথম অভিযোগ করেন অধ্যাপক সাহুর যৌন হেনস্থা নিয়ে। অভিযোগের প্রেক্ষিতে ওই বিভাগের কমপক্ষে ৬০ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে কমিটি। যদিও সেই জিজ্ঞাসাবাদে সাহুর বিরুদ্ধে কোনও প্রমাণ কমিটির হাতে আসেনি। কিন্তু তারপরেও আইসিসি অভিযুক্ত অধ্যাপক সমীর রঞ্জন সাহুর বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণ ও অবিলম্বে বদলির সুপারিশ করে। এই ঘটনায় কর্তৃপক্ষকে রীতিমতো তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ' ছাত্রীর গায়ে আগুন! লজ্জায় মুখ দেখানো ভার'!
আরও পড়ুন: Dev in Ghatal: বানভাসি ঘাটালের পাশে দেব, বুধেই প্রশাসনিক বৈঠকে সাংসদ..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App,