Home> কলকাতা
Advertisement

ফের একসঙ্গে শোভন - বৈশাখী

এদিন একই গাড়িতে সিজিও কমপ্লেক্সে যান শোভন ও বৈশাখী। গাড়ি ভবনের দরজায় গিয়ে দাঁড়াতে প্রথমে গাড়ি থেকে নামেন শোভন। অপেক্ষা করতে থাকেন বৈশাখীর জন্য। বৈশাখীদেবী গাড়ি থেকে নেমে এলে দুজনে একসঙ্গে ভবনে প্রবেশ করেন। 

ফের একসঙ্গে শোভন - বৈশাখী

নিজস্ব প্রতিবেদন: ইডির তলবে সাড়া দিয়ে একসঙ্গে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু বৈশাখী। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাদের হাজিরা নিয়ে চরম কৌতুহল ছিল হাজির জনতার মধ্যে। 

নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়া টাকা শোভন কীভাবে ব্যবহার করেছিলেন তা জানতে শুক্রবার তাঁকে তলব করেছিল সিবিআই। তবে বৈশাখীদেবীকে কেন তলব করা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। 

fallbacks

এদিন একই গাড়িতে সিজিও কমপ্লেক্সে যান শোভন ও বৈশাখী। গাড়ি ভবনের দরজায় গিয়ে দাঁড়াতে প্রথমে গাড়ি থেকে নামেন শোভন। অপেক্ষা করতে থাকেন বৈশাখীর জন্য। বৈশাখীদেবী গাড়ি থেকে নেমে এলে দুজনে একসঙ্গে ভবনে প্রবেশ করেন। 

নারদ কাণ্ডে নেওয়া টাকা কোথায় তা তার জানা নেই আগেই ইডিকে জানিয়েছেন শোভন। তাঁর দাবি, টাকা খরচ করেছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। যাঁর সঙ্গে বর্তমানে কোনও সম্পর্ক নেই বলে দাবি শোভনের। তবে বৈশাখী এব্যাপারে কী জানেন তা স্পষ্ট নয়। 

Read More