Home> কলকাতা
Advertisement

অসুস্থ জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আক্রান্ত একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে

বিকেলে অফিসে করোনা সংক্রান্ত একটি মিটিং চলাকালীন তাঁর বুকে আবার ব্যথা হয়।  আরও  অসুস্থবোধ  করতে  থাকায় তিনি বাড়ি চলে যেতে চান।

অসুস্থ জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আক্রান্ত একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে

নিজস্ব প্রতিবেদন:  অসুস্থ জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক।  শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি রমেন্দ্রনাথ প্রামাণিক।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে,  বুধবার  সকালে  দফতরে  যাওয়ার  পর থেকেই  তাঁর বুকে ব্যথা হচ্ছিল। তা নিয়ে অফিস করছিলেন তিনি ।

বিকেলে অফিসে করোনা সংক্রান্ত একটি মিটিং চলাকালীন তাঁর বুকে আবার ব্যথা হয়।  আরও  অসুস্থবোধ  করতে  থাকায় তিনি বাড়ি চলে যেতে চান।

আরও পড়ুন: আগামী ২ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি, আজ থেকেই ফের পরিবর্তন আবহাওয়ার! কী জানাল দফতর?

ওই  সময় তাঁকে বাড়ি যেতে না দিয়ে তাকে সদর  হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ( AMI)তে আক্রান্ত।  এরপর তাঁর  করোনা  পরীক্ষা করা হয়। তাঁর  রিপোর্ট নেগেটিভ  আসে।  মাঝরাতে তাঁকে শিলিগুড়ি নার্সিংহোমে  নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন।
 

সকালেই দ্রুত অস্ত্রোপচার হয় তাঁর। পুরনো স্টেন্ট ৯৯ শতাংশ বিকল হয়ে পড়ায় নতুন করে বসানো হলো স্টেইন্ট। আপাতত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিপদ কাটিয়ে উঠেছেন বলে  উত্তরবঙ্গের করোনা মোকাবিলার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায় জানিয়েছেন।

Read More