Home> কলকাতা
Advertisement

Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে নোংরা পোস্ট, কলকাতা পুলিসের হাতে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি কে?

Operation Sindoor: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে নির্মম হামলা চালায় জঙ্গিরা। ধর্ম দেখে খুন করা হয় ২৬ জন পর্যটককে

Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে নোংরা পোস্ট, কলকাতা পুলিসের হাতে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করতে গিয়ে নোংরা মন্তব্য করার অভিযোগে গ্রেফতার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি। গুরুগ্রাম থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিস। বলিউডের একাধিক অভিনেতার বিরুদ্ধে অপারেশন সিঁদুর নিয়ে নিরব থাকা নিয়ে বিষেদগার করেন শর্মিষ্ঠা। 

শর্মিষ্ঠা পানোলি পুনে ল ইউনিভার্সিটির আইনের ছাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি অপারেশন সিঁদুর নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে বলিউডের একাধিক অভিনেতাকে অপারেশন সিঁদুর নিয়ে নিশানা করেন। সঙ্গে নোংরা মন্তব্য। তাঁর ওই ভিডিয়ো পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। তাঁর ওইসব মন্তব্যের বিরুদ্ধে অনেকেই পাল্টা মন্তব্য করেন। পাল্টা হুমকি দিয়ে তাকেও মেসেজ করেন অনেকে। 

প্রবল সমালোচনার মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিয়ো সরিয়ে নেন শর্মিষ্ঠা। চাপে পড়ে ক্ষমাও চান। এদিকে তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিসে একটি অভিযোগ দায়ের হয়। তাকে আইনি নোটিস পাঠিয়ে দেওয়া হয়। সংবাদসংস্থা সূত্রে খবর ওই নোটিস তাকে ধরানো যায়নি। কারণ পরিবারের থেকে তিনি আলাদা থাকছিলেন। বাধ্য হয়ে কলকাতা পুলিসে আদালতের দ্বারস্থ হয়। আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শুক্রবার রাতে তাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিস।

আরও পড়ুন-অসুস্থ! IC- বিতর্কে পুলিসি হাজিরা এড়ালেন কেষ্ট, ৭ জনের আইনজীবী দল...

আরও পড়ুন-পাকিস্তানের আকাশে ধ্বংস ভারতের যুদ্ধবিমান? বড় কথা বলে দিলেন সেনাপ্রধান

সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিস অফিসার বলেন, পনোলি ও তার পরিবারকে আইনি নোটিস ধরানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা পালিয়ে যান। তার পরেই পুলিস বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালত পানোলির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে। তারপরেই শুক্রবার রাতে পানোলিকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিস।

উল্লেখ্য়, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে নির্মম হামলা চালায় জঙ্গিরা। ধর্ম দেখে খুন করা হয় ২৬ জন পর্যটককে। তার পরেই পাক জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। ধ্বংস করে দেওয়া হয়ে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More