Home> কলকাতা
Advertisement

Sodepur Girl Assault Case: কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

Sodepur Case Aryan khan arrested: সোদপুর কাণ্ডের নয়া মোড়। হন্যে হয়ে খোঁজার পর অবশেষে পুলিসের জালে আরিয়ান খান। তবে এখনও অধরা মা শ্বেতা খান।

Sodepur Girl Assault Case: কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

বিক্রম দাস: সোদপুর কাণ্ডে উত্তাল রাজ্য। জোরকদমে তল্লাশি চলছিল শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের। ইতোমধ্যেই জানা গিয়েছে, কলকাতার গল্ফগ্রিন থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। আরিয়ান খানের নাবালিকা বোনকে সোনারপুর থেকে আটক করা হয় বলে জানা গিয়েছে। 

সোদপুর এর তরুণীকে প্রায় ৫ মাস আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময়ের মধ্যে একবার মানালি ও একবার দীঘাতে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিস জানতে পেরেছে। সেখানে আরিয়ান ও তার মা শ্বেতা ওই নাবালিকাকে গাড়ির মাঝখানে বসিয়ে মুখ ঢেকে নিয়ে যায় বলে অভিযোগ। তরুণী যাতে কোথায় নিয়ে যাচ্ছে জানতে না পারে, সেই জন্য তার মুখ ঢেকে রাখা হয়েছিল। মানালি এবং দীঘায় ওই তরুণীর সঙ্গে কী করেছিল তা জানতে আরিয়ানকে জেরা পুলিসের। নাবালিকা বোনকেও এই নিয়ে জেরা পুলিসের। তবে এখনও অধরা শ্বেতা খান ওরফে ফুলটুসি।

আরও পড়ুন:Newlywed Man Death: 'অভিশপ্ত' হানিমুন! গোয়ায় যাওয়ার আগেই ট্রেনে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত স্বামীর...

অন্যদিকে, জানা গিয়েছে অবস্থার অবনতি হচ্ছে সোদপুরের নির্যাতিতার। এতদিন পর্যন্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল বেডেই ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতিতে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরে পাঠানো হয়েছে মেন্টাল ট্রমা কেয়ারে।

প্রসঙ্গত, ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে, হাও়ড়ার ডোমজুড়ে মা-ছেলের সফট পর্ন চক্রের কুকীর্তি চালাত বলেই অভিযোগ। পানিহাটির মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। ফুলটুসি ওরফে শ্বেতা খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তার প্রাক্তন স্বামী মহম্মদ সৈয়দ মোর সেলিমও। 

আরও পড়ুন:Odisha: অশুভ শক্তির বিনাশ! একাধিককে ধর্ষণ, ৬০ বছরের বর্বরকে কুপিয়ে পোড়াল নির্যাতিতারা...

শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান যে ফ্ল্যাটে থাকত সেই ঘর এখন তালাবন্ধ। সেই ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে বেশকিছু রহস্য। এমনটাই মনে করছে পুলিস। স্থানীয়দের বক্তব্য, ওই ফ্ল্যাটের মধ্যে চলত যৌন কাজ কারবার। পুলিস ওই ফ্ল্যাটের তালা খোলার জন্য আদালতে আবেদন করতে চলেছে পুলিস। ঘরের ভেতরের পাশাপাশি সিসিটিভি থেকে কিছু পাওয়া যা কিনা তা দেখতে চাইছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More