Home> কলকাতা
Advertisement

নিক্কোপার্কের রজত জয়ন্তীতে স্পেশাল অফার

পঁচিশ পূর্ণ করল নিক্কোপার্ক। কেক কেটে পালন করা হল জন্মদিন। রজতজয়ন্তী পূর্তিতে দর্শকদের জন্য থাকছে লোভনীয় সব অফার। এমনটাও করা যায়? কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু, এমনটা তৈরি হয়েছিল। পঁচিশ বছর আগে। বাঙালির নিজস্ব অ্যামুজমেন্ট পার্ক। তারপর ঘুরে গেছেন সাড়ে তিন কোটি পর্যটক।

নিক্কোপার্কের রজত জয়ন্তীতে স্পেশাল অফার

ওয়েব ডেস্ক: পঁচিশ পূর্ণ করল নিক্কোপার্ক। কেক কেটে পালন করা হল জন্মদিন। রজতজয়ন্তী পূর্তিতে দর্শকদের জন্য থাকছে লোভনীয় সব অফার। এমনটাও করা যায়? কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু, এমনটা তৈরি হয়েছিল। পঁচিশ বছর আগে। বাঙালির নিজস্ব অ্যামুজমেন্ট পার্ক। তারপর ঘুরে গেছেন সাড়ে তিন কোটি পর্যটক।

পঁচিশ বছরে পনেরোটি রাইড বেড়ে দ্বিগুণ হয়েছে। দর্শক সংখ্যাও বেড়েছে। সেই সাকসেসই কেক কেটে সেলিব্রেট করল শেরু ও তাদের সাঙ্গোপাঙ্গোরা। রজত জয়ন্তীতে থাকছে স্পেশাল অফার। তিরিশে অক্টোবর পর্যন্ত প্রবেশমূল্য মাত্র পঁচিশ টাকা। রাইডের খরচ অবশ্য আলাদা। স্পেশাল প্যাকেজে চল্লিশ শতাংশ ছাড়। এবং প্রতি টিকিটেই থাকছে সারপ্রাইজ গিফট।

Read More