Home> কলকাতা
Advertisement

রমজান মাসে রাজ্যের স্পেশাল প্যাকেট, রেশনে মিলবে যা যা

দু'টাকা কেজি চালে ভোটে সাফল্যর পর এবার রাজ্য সরকারের উপহার রমজান স্পেশাল। ইদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর , ছোলা এবং চিনি। 

রমজান মাসে রাজ্যের স্পেশাল প্যাকেট, রেশনে মিলবে যা যা

ওয়েব ডেস্ক: দু'টাকা কেজি চালে ভোটে সাফল্যর পর এবার রাজ্য সরকারের উপহার রমজান স্পেশাল। ইদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর , ছোলা এবং চিনি। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতই ইতিমধ্যেই এই সামগ্রীর জোগাড়ে নেমে পড়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এউদ্যোগ শুধু সংখ্যালঘুদের জন্যই নয়। রেশন কার্ড থাকলেই মিলবে এই প্যাকেট । দাম কত পড়বে তা এখনই  বলতে চাইছেন না খাদ্য মন্ত্রী। 

রাজ্যের এই অভিনব উদ্যোগে খুশি রাজ্যের সংখ্যালঘু মানুষ। 

Read More