Home> কলকাতা
Advertisement

বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো, উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা

পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত

বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো, উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা

নিজস্ব প্রতিবেদন: করোনা বিধিনিষেধের মধ্যেই আগামিকাল অর্থাত্ বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। তবে চালানে হবে গুটিকয় স্পেশাল ট্রেন। আপাতত মোট ৬ জোড়া ট্রেন চালু করা হচ্ছে। অর্থাত্ আপ ও ডাউনে চলবে মোট ১২টি ট্রেন।

আরও পড়ুন-আলিপুরদুয়ারকাণ্ডে DG-কে চিঠি মহিলা কমিশনের, SP-কে ভার্চুয়াল বৈঠকে হাজিরার নির্দেশ  

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে সকাল সাড়ে নটা, দশটা ও দশটা ৪৫ মিনিটে ও বিকেল চারটে, পাঁচটা ও সাড়ে পাঁচটায় ট্রেন(Kolkata Metro) ছাড়বে।

আরও পড়ুন-বিশ্বাস-ভরসা করে ভোট দিয়েছেন মানুষ, উদাহরণ তুলে ধরুন, Mukul-কে বার্তা Dilip-র  

এদিকে, এই স্পেশাল ট্রেনে উঠতে পারবেন না সবাই। ট্রেনে ওঠার জন্য ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল, ব্যাঙ্ককর্মী, বিমা ও সংবাদপত্র কর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে এর জন্য দেখাতে হবে পরিচয়পত্র।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More