অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে এসএসসি (SSC) পরীক্ষা। চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High court)। বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি ১০ নম্বর? প্রশ্ন তুলে দায়ের হয় মামল। সে বিষয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। সেই আপত্তিও গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, Mamata Banerjee: ইউনূসের বাংলাদেশে ভাঙা হচ্ছে উপেন্দ্রকিশোরের ভিটে! ক্ষুদ্ধ মমতা...
ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে'র বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনও অসুবিধা থাকল না। যদিও আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে ৩০ মে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হল। ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষবার শুনানি হয়। সেদিন শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা।
নয়া বিজ্ঞপ্তিতে কী বিধি নিষেধ শিক্ষা দফতরের?
শীর্ষ আদালতের নির্দেশেই ২১ বছর থেকে ৪০ বছর বয়সীদের আবেদনে সুযোগ। নম্বরের ক্ষেত্রে নতুন করে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও বরাদ্দ ১০ নম্বর। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নয় এবার স্নাতক বা স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মিলবে ১০ নম্বর।
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এই ১০০ নম্বরের মধ্যে ১০ নম্বর সর্বোচ্চ দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য। যেখানে ৬০ শতাংশের ওপরে পেলে ১০ নম্বর দেওয়া হবে। ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে পেলে ৮ ও ৫০ শতাংশের নিচে পেলে ৬ নম্বর দেওয়া হবে। কোনও সরকারি অথবা সরকার অনুমলিত অথবা সরকার স্পনসর্ড স্কুলে মাধ্যমিক বিভাগে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রতিবছরের জন্য দু'নম্বর করে পাওয়া যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)