জি ২৪ ঘণ্টা ডিজিটাল: সুপ্রিম কোর্টে নির্দেশে ফের নিয়োগ এসএসসিতে। মুখ্যমন্ত্রী যখন বিজ্ঞপ্তি জারি করার কথা ঘোষণা করেছেন, তখন পরীক্ষা না দেওয়ার অবস্থানেই অনড় চাকরিহারারা। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। শিয়ালদহ থেকে এবার অর্ধনগ্ন মিছিলের ডাক দেওয়া হল। কবে? আগামীকাল শুক্রবার।
আরও পড়ুন: Modi Vs Mamata: 'ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না', মোদীকে হুঁশিয়ারি মমতার!
এদিন চাকরিহারাদের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, 'আগামীকাল শুক্রবার শিয়ালদহ থেকে মহামিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ এবং পরীক্ষায় বসা নয়। পরীক্ষা ছাড়া কীভাবে যোগ্য যারা, দুর্নীতির সঙ্গে যাঁরা আপস করেননি, তাঁদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তারজন্য কী পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে, বা রাজ্য সরকার নেবে, তা জানা'।
কে যোগ্য? কে-ইবা অযোগ্য? বাছাই করা যায়নি। এসএসসি ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষকরাই যে শুধু চাকরি হারিয়েছেন, তা কিন্তু নয়। রেহাই পাননি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। সবমিলিয়ে সংখ্যাটা প্রায় ২৬ হাজার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শূন্যপদে রাজ্যকে ফের নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
মুখ্যমন্ত্রী ঘোষণা, 'আমরা বিজ্ঞাপন দেব ৩০ মে। অনলাইনে আবেদনের সময় দেওয়া হয়েছে ১৬ জুন পর্যন্ত। প্যানেল প্রকাশ করা হবে ১৫ নভেম্বর। কাউন্সেলিং ২০ নভেম্বর। লিখিত পরীক্ষা, স্কুটিনি, প্য়ানেল, মেধাতালিকা প্রকাশ,ইন্টারভিউ, সবই আমরা করে নেব'। জানিয়েছেন, '২৪,২০৩টি শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে। সুপ্রিম কোর্টে নির্দেশে যে পদগুলি খালি হয়ে আছে। এছাড়াও নবম-দশম শ্রেণিতে আরও ১১, ৫১৭ শূন্যপদ আমরা তৈরি করেছি। এবং ৬,৯১২ দ্বাদশ ও একাদশ শ্রেণিতে বাড়তি পদও করা হয়েছে। ৬৭১ গ্রুপ সি এবং ১ হাজার গ্রুপ ডি-র জন্য করা হয়েছে'। সবমিলিয়ে শূন্যপদ ৪৪, ২০৩'।
এদিকে পরীক্ষা নয়, চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছেন চাকরিহারাদের একাংশ। তাঁদের সাফ কথা, 'নতুন করে আমরা কোনও পরীক্ষা দেব না, দিতে হলে আগে মুখ্যমন্ত্রী-সহ সব জন প্রতিনিধিকে নতুন করে ভোটে জিতে আসতে হবে। কারণ, আমাদের ভোটে জিতেই তো ওনারা জন প্রতিনিধি হয়েছেন। তাহলে আমাদের নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হলে, তার আগে ওদেরও নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে'। বিকাশ ভবনের সামনে চলছে লাগাতার ধর্না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)