জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। মাতৃবিরোগের কারণে আদালতের অনুমতিতে প্যারোলে ছিলেন পার্থর বান্ধবী। পরে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের প্যারোলের মেয়াদ বাড়িয়ে দেয় রাজ্য কারা দফতর। প্রায় আড়াই বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন, RG Kar: মোট ১০ ময়নাতদন্তের রিপোর্ট তলব! আরজি কর-কাণ্ডে তদন্তে নয়া মোড়...
প্যারোলের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরেই আলিপুর সংশোধনাগারে ফেরার কথা ছিল অর্পিতার। তার মধ্যেই ইডি বিশেষ আদালতে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে। ২০২২ সালের ২২ জুন গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা।
দীর্ঘ তল্লাশির পর অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে ৫২ কোটি টাকা, ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি। সেখান থেকে একাধিক নথিও মিলেছিল বলে খবর। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা। এমনটাই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। এবার সেই অর্পিতা জামিন পেলেন।
আরও পড়ুন, Kolkata Yellow Taxi: কলকাতার রাস্তা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি? চলে এল বড়সড় আপডেট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)