পিয়ালি মিত্র: আর জি করে তরুণী চিকিত্সকের হাড়হিম ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। এবার ফের কলকাতায় ভয়াবহ গণধর্ষণের অভিযোগ। কসবার এক কলেজের ছাত্রীকে গণধর্ষণ। নৃশংস ঘটনাটি কলেজের মধ্যেই ঘটেছে বলে জানা গিয়েছে। ইতোমধ্যেই ঘটনায় গ্রেফতার ৩। ঘটনাটি ঘটে, কসবা সাউথ ক্যালকাটা ল' কলেজে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মচারী ছিল। ঘটনাটি ঘটে ২৫ জুন সন্ধ্যের ৭.৩০ টার সময়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র, আর বাকি দু'জন কলেজের স্টাফ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:Rath Yatra 2025: রথে রাজনীতি? দীঘার জগন্নাথের প্রসাদের সঙ্গে তৃণমূলের লিফলেট! তুঙ্গে বিতর্ক...
আরও জানা গিয়েছে, নির্যাতিতার প্রাথমিক চিকিত্সা কলকাতার সিএনএমসিতে করা হয়। একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস ঘটনাস্থল খতিয়ে দেখেছে এবং ফরেনসিক তদন্ত করা হয়েছে।
দুই অভিযুক্তকে ২৬জুন সন্ধ্যের দিকে সিদ্ধার্থ শঙ্কর শিশুরায় উদ্যান, তালবাগান ক্রসিং, কলকাতা-৪২-এর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। উভয় অভিযুক্তের কাছ থেকে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তৃতীয় অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনজনের নামে FIR দায়ের করা হয়। এবং তারা এখন পুলিসি হেফাজতে রয়েছে। ২৭জুন তাদের আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা আদালতে পেশ করা হবে। এখন প্রশ্ন উঠছে, কী করে কলেজের মধ্যে এই ধরণের ঘটনা ঘটতে পারে? কোথায় কলেজের নিরাপত্তা? আর জি করের মত হাড়হিম ঘটনা ঘটার পর কী করে নিরাপত্তায় এতটা গাফিলতি থাকতে পারে? ফের প্রশ্নের মুখে প্রশাসন।
আরও পড়ুন:Road Accident: রথের সকালে ভয়ংকর দুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় ছিটকে গেল বাইক, মৃত ৩...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)