Home> কলকাতা
Advertisement

কলকাতায় কলেজ হস্টেলের বাথরুমে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

শহর কলকাতায় কলেজ হস্টেলের বাথরুমে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম রিয়া চৌধুরী। লরেটো কলেজের প্রথম বর্ষের ছাত্রী। জামশেদপুরের বাসিন্দা রিয়া চৌধুরী মিডলটন রোতে YWCA হস্টেলে থাকতেন। গতকাল রাতে হস্টেলের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

কলকাতায় কলেজ হস্টেলের বাথরুমে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: শহর কলকাতায় কলেজ হস্টেলের বাথরুমে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম রিয়া চৌধুরী। লরেটো কলেজের প্রথম বর্ষের ছাত্রী। জামশেদপুরের বাসিন্দা রিয়া চৌধুরী মিডলটন রোতে YWCA হস্টেলে থাকতেন। গতকাল রাতে হস্টেলের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন : ফের শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিত্সায় রোগীর মৃত্যু

ছাত্রীর আত্মহত্যার প্রসঙ্গে হস্টেলের অন্যান্য আবাসিকরা জানিয়েছেন, পরীক্ষা নিয়ে সবসময় টেনশনে থাকতেন রিয়া। ওই দিনই হিন্দি পরীক্ষার ফল প্রকাশ হয়। তাঁদের অনুমান ফল আশানুরূপ না হওয়াতেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন রিয়া চৌধুরী। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন : বাসন্তি হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

Read More