ওয়েব ডেস্ক: গোলপার্কের মোড়ে হঠাত্ ধস। প্রায় আট ফুট বাই দশ ফুট এলাকা জুড়ে ভেঙে পড়ল রাস্তা। পুরসভার দাবি, ম্যানহোল ভেঙেই এই বিপত্তি। রাস্তা সারাতে সোমবার পর্যন্ত সময় লেগে যাবে।
একে পুজোর বাজার, তার উপর শনিবার, বিশ্বকর্মা পুজো, ফলে ছুটির দিন। গড়িয়াহাটে দুপুর গড়াতেই ভিড়। আর সেই সময়েই বিপত্তি। প্রায় আট ফুট বাই দশ ফুট এলাকা জুড়ে রাস্তা ভেঙে পড়ে। এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুরসভা। এলাকা পরিদর্শনে আসেন মেয়র এবং পুরসভার কর্তারা।
পুরসভার দাবি, অতিরিক্ত বৃষ্টির জলে গালিপিটের পাইপ ভেঙেই এই বিপত্তি। পরিবেশবিদরা অবশ্য এই ধসের জন্য দায়ী করছেন শহরের রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপকে।
রাস্তার গাড়ির চাপ সহ্য করার ক্ষমতা অনেক সময়ই পরীক্ষা করা হয় না। উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয় না বলেই এই বিপত্তি। তবে গোলপার্কই প্রথম নয়। কিছু দিন আগে একরমই ধস নেমেছিল রাজভবন চত্বরেও।