অর্ণবাংশু নিয়োগী: কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। ৩১ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানো হল কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। আদালত নির্দেশ দিল, KYC করানোর জন্যে একজন ব্যাংক কর্মীকে কাকুর সঙ্গে দেখা করতে দিতে হবে। গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ব্যবহার করতে দিতে হবে বাহিনীকে। সেইসঙ্গে গ্রাউন্ড ফ্লোরে থাকার ব্যবস্থা করতে হবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এদিন আদালতে কাকুর চিকিৎসক জানান, কাকুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়েছে। চলাফেরার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। পাশাপাশি এদিন কাকুর আইনজীবী বেডরুমে বাহিনীর থানা নিয়ে আদালতের কাছে নালিশ জানান। বলেন, আদালতের কাছে কাকুর অভিযোগ, "আমার বাথরুম ব্যবহার করছে তাঁরা!" যার জবাবে সিবিআই-এর কাছে বিচারপতি জানতে চান, "এটা কি ঠিক? বাহিনী কি ঘরে ঢুকতে পারে?"
জবাবে সিবিআই জানায়, ছোট ফ্ল্যাট নয়। বাহিনীকে থাকার জন্য জায়গা দিতে হবে। বাহিনী কোনওভাবেই চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এরপরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, "বাহিনীকে গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ব্যবহার করতে দিতে হবে।" ২১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্রের গতিবিধির উপর নজরদারির জন্য-ই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই বাহিনী নিয়ে তিনি বিড়ম্বনায় পড়েছেন বলে আদালতে অভিযোগ করেন ‘কালীঘাটের কাকু’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)