Home> কলকাতা
Advertisement

সিবিআইকে কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার সুলতান ও ইকবাল আহমেদের

সিবিআই-কে কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করলেন সুলতান ও ইকবাল আহমেদ। নারদ কাণ্ডের তদন্তে দুজনকে জেরা করছে সিবিআই। তাদের কাছে কণ্ঠস্বরের নমুনা চাওয়া হয়। কিন্তু, দুই তৃণমূল নেতাই তা দিতে অস্বীকার করেন। তাঁরা আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। এদিকে আইনি প্রস্তুতি নিয়ে রাখছে সিবিআইও। ভয়েস স্যাম্পল না পেলে আদালতের দ্বারস্থ হবে তারা।

সিবিআইকে কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার সুলতান ও ইকবাল আহমেদের

ওয়েব ডেস্ক: সিবিআই-কে কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করলেন সুলতান ও ইকবাল আহমেদ। নারদ কাণ্ডের তদন্তে দুজনকে জেরা করছে সিবিআই। তাদের কাছে কণ্ঠস্বরের নমুনা চাওয়া হয়। কিন্তু, দুই তৃণমূল নেতাই তা দিতে অস্বীকার করেন। তাঁরা আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। এদিকে আইনি প্রস্তুতি নিয়ে রাখছে সিবিআইও। ভয়েস স্যাম্পল না পেলে আদালতের দ্বারস্থ হবে তারা।

এদিকে, সারদা-রোজভ্যালির পর এবার প্রয়াগেও প্রভাবশালী যোগ। এক মন্ত্রী-সাংসদ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তির যোগ মিলেছে প্রয়াগে। প্রাথমিক তদন্তের পর তেমনটাই দাবি সিবিআই-এর। শিগগিরি ভুবনেশ্বর আদালতে চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Read More