Home> কলকাতা
Advertisement

Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধারে মন্ত্রী যোগ? মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইট শুভেন্দুর

বালিগঞ্জে 'যকের ধন'। গরচায় এক বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করল ইডি। গ্রেফতার মনজিৎ সিং গ্রেওয়াল নামে এক ব্য়ক্তি।

Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধারে মন্ত্রী যোগ? মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইট শুভেন্দুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বালিগঞ্জে টাকা উদ্ধারে মন্ত্রী যোগ? ইডি-র দাবিতে যখন শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে, তখন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার টুইট, 'অভিযুক্ত মনজিৎ সিং গ্রেওয়াল ভবানীপুর উপনির্বাচনে মমতার নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন'।
 
বালিগঞ্জে 'যকের ধন'। গরচায় এক বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করল ইডি। কীভাবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাজারমূল্য়ের থেকে অনেক কমে ৩ লক্ষ টাকা রেজিস্ট্রি হয় একটি গেস্ট হাউসের। বাকি ৯ কোটি টাকার লেনদেন হচ্ছিল নগদে! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ। হাতেনাতে ধরা পড়েন মনজিৎ সিং গ্রেওয়াল নামে এক ব্যক্তি।

কেন এই  মনজিৎ সিং গ্রেওয়াল? কেনইবা বেআইনিভাবে আর্থিক লেনদেন করছিলেন তিনি? ইডি-র দাবি, বালিগঞ্জে যে টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কয়লা পাচারের। একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার কালো টাকা সাদা করছিলেন মনজিৎ। শুধু তাই নয়, রাজ্য এক মন্ত্রীর টাকাও নাকি হ্যান্ডেল করতেন ওই ব্য়বসায়ী! যদিও সেই মন্ত্রীর পরিচয় জানাননি তদন্তকারীরা। 

এদিকে বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে টুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

 

 

কী প্রতিক্রিয়া তৃণমূলের? মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'আয়কর বা ইডি-র সঙ্গে ব্যবসাসীর ব্যাপার। আমরা কেন জবাব দিতে যাব?  আমরা কেন এটার মধ্যে থাকব'? তাঁর দাবি, 'সবচেয়ে বেশি দুর্নীতি বা দু'নম্বরি টাকা বিজেপির লোকেদের কাছে থাকে। যেহেতু কেন্দ্রীয় সরকার আছে, তল্লাশি হবে না। তাই আমাদের উপর দোষারোপ করে'।

হাইকোর্টের নির্দেশে কয়লাকাণ্ডে তদন্ত করছে ইডি।  বুধবার সন্ধে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছয় বিশেষ তদন্তকারীরা। বালিগঞ্জে অভিযান চালান সেই তদন্তকারী দলের সদস্যরাই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More