Home> কলকাতা
Advertisement

অনির্দিষ্টকালের জন্য হিন্দে বন্ধ 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো

"রাজ্যের কোথাও কোনও সিনেমা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।" শুক্রবার বলেছিলেন ইন্দ্রনীল সেন।

অনির্দিষ্টকালের জন্য হিন্দে বন্ধ 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার তাণ্ডব করেছিলেন যুব কংগ্রেস কর্মীরা। শো শুরুর ১০ মিনিটের মধ্যে শো বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও তারপরের শো-টি আবার নির্দিষ্ট সময়েই চলেছিল। কিন্তু শনিবার অনির্দিষ্টকালের জন্য হিন্দ আইনক্সে বন্ধ করে দেওয়া হল 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো। তবে বাকি আইনক্সগুলিতে ছবি প্রদর্শন চলবে। এমনটাই জানিয়েছে আইনক্স কর্তৃপক্ষ।

ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। সকাল থেকেই হিন্দ আইনক্সের সামনে শুরু হয় বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো হয়। পরিস্থিতি বিচার করে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী। ছবিটি প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হলের বাইরে বাড়তে থাকে উত্তেজনা। এই পরিস্থিতিতে শো শুরুর ১০ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ছবিটি প্রদর্শন। দর্শকরা জানিয়েছেন, ছবি শুরুর ১০ মিনিটের মধ্যেই শো বন্ধ করে দেওয়া হয়। ছবিটির প্রদর্শন চলাকালীন হঠাত্ই হলের ভিতর ঢুকে পড়ে সাদা পোশাকের পুলিস। তারপরই তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন, "বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদী"

বিক্ষোভের জেরে শো বন্ধ হওয়ার পরই মাথাচাড়া দিয়ে ওঠে রাজ্যে 'দ্যা অ্যকসিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিষিদ্ধ করা হবে কি না, সেই প্রশ্ন। তবে গতকাল-ই সেই সম্ভাবনায় জল ঢেলে দেন খোদ রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি সাফ জানিয়ে দেন, "রাজ্যের কোথাও কোনও সিনেমা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।" প্রসঙ্গত, হিন্দ কর্তৃপক্ষও তখন স্পষ্ট জানিয়েছিল যে, ছবি প্রদর্শন বন্ধ নিয়ে কোনও নির্দেশ আসেনি। পরিস্থিতির বিচারে দর্শকদের নিরাপত্তার স্বার্থে-ই আপাতত ছবিটি প্রদর্শন বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, প্রথম শো বন্ধ হয়ে গেলেও পরবর্তী শো নির্ধারিত সময়েই চলে হিন্দ আইনক্সে। কিন্তু এদিন ১৮০ ডিগ্রি ঘুরে হিন্দে অনির্দিষ্টকালের জন্য 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো বন্ধ রাখার-ই সিদ্ধান্ত নিল আইনক্স কর্তৃপক্ষ।

fallbacks

ছবির দৃশ্যে রাহুল, মনমোহন সিং ও প্রিয়ঙ্কার কথোপকথন

প্রসঙ্গত, ছবির ট্রেলর সামনে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। কংগ্রেস সমর্থকদের দাবি, ছবিতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে অবমাননা করা হয়েছে। এই অভিযোগে মধ্যপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলেন কংগ্রেস সমর্থকরা। ইতিমধ্যেই অনুপম খেরের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। ছবির মুখ্য চরিত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের।

Read More