Home> কলকাতা
Advertisement

Charu Market Man Death Update: দেহ মিলেছিল বিবস্ত্র! খুনের মোটিভ কী? চারু মার্কেটে যুবক হত্যাকাণ্ডে নয়া মোড়...

Charu Market Man Death Update: অন্য জামা প্যান্ট পরে চলে যায় আততায়ী। খুনের মোটিভ নিয়েও অন্ধকারে পুলিস। ময়নাতদন্তে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি ।  আঘাত দেখে খুন বলেই মনে করা হচ্ছে।  গোটা ঘটনায় তদন্ত চলছে।

Charu Market Man Death Update: দেহ মিলেছিল বিবস্ত্র! খুনের মোটিভ কী? চারু মার্কেটে যুবক হত্যাকাণ্ডে নয়া মোড়...

পিয়ালি মিত্র: খুনের পর ফ্ল্যাটের আলমারি থেকে জামা প্যান্ট পরে পালায় আততায়ী? তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। কারণ, দেহের পাশ থেকে উদ্বার হয়েছে রক্তমাখা জামা প্যান্ট। পাওয়া গিয়েছে একটি জুতোও। যা ওই পরিচারকের বা মালিকদের কারও নয় বলে জানতে পেরেছে পুলিস। এদিকে ফ্ল্যাটের আলমারি ছিল খোলা অবস্থায়, বেশ কিছু জামাকাপড়ও বাইরে পড়েছিল তবে তেমন কিছু খোয়া গিয়েছে কিনা এখনো স্পষ্ট নয়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

তদন্তকারীদের অনুমান, খুনের পর রক্তমাখা জামা প্যান্ট খুলে রেখে আলমারি থেকে অন্য জামা প্যান্ট পরে চলে যায় আততায়ী। দুদিন পর এখনো অধরা অভিযুক্ত । খুনের মোটিভ নিয়েও অন্ধকারে পুলিস। ময়নাতদন্তে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি । অথচ দেহ মিলেছে বিবস্ত্র অবস্থায়। তার পিছনেই বা কী কারণ? সে বিষয় নিয়েও সন্দীহান তদন্তকারীরা। 

পুলিস সূত্রের খবর, মৃতের নাম অবিনাশ বারুই। বাড়ি, আসানসোলে। গত দু'বছর ধরে চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোডে একটি ফ্ল্যাট থাকতেন তিনি। আজ, শনিবার বিকেলে ওই ফ্ল্যাটে দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখেন অন্য আবাসিকরা।  তাঁদের দাবি, ফ্ল্য়াটের দরজা ভিতর ও বাইরে দু'দিন থেকে লক করা ছিল। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

কীভাবে মৃত্যু? কলকাতা পুলিসের জয়েন্ট সিপি রূপেশ কুমার বলেন, 'মৃতের শরীরের আঘাতের চিহ্ন ছিল। আঘাত দেখে খুন বলেই মনে করা হচ্ছে।  গোটা ঘটনায় তদন্ত চলছে। কোথায় কোথায় আঘাত রয়েছে, কিভাবে মৃত্যু একটা ময়না তদন্তের পরেই বলা সম্ভব হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  আজ কারা কারা এসেছিল,  সমস্ত কিছুই তদন্তের আওতায় আনা হচ্ছে'।

আরও পড়ুন: 'কোনও ক্ষতি হতে দেব না'..., আশ্বাসের বার্তায় খুশির ঈদে সামিল মমতা! অভিষেক বললেন...

আরও পড়ুন: ঈদের দিন বন্ধ কলকাতার রাস্তা! একনজরে দেখে নিন ট্রাফিক আপডেট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
Read More