ওয়েব ডেস্ক: এয়ারপোর্ট অথরিটির কর্মী সংগঠনের নেতা সম্পদ নারায়ণ মুখার্জিকে গ্রেফতার করল শুল্ক বিভাগ। একশো কোটি টাকার দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে, কয়েক মাস ধরে এয়ারপোর্ট অথরিটির কর্মী সংগঠনের নেতা সম্পদ নারায়ণ মুখার্জিকে খুঁজছিল শুক্ল বিভাগের SIB। জানা গিয়েছে, সম্পদ নারায়ণ মুখার্জি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সূত্রের খবর, তাঁর কাছ থেকে কয়েকটি বৈদ্যুতিন সামগ্রী এবং নগদ উদ্ধার হয়েছে। সেই সূত্রেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।