Home> কলকাতা
Advertisement

Weather Today: কমছে বৃষ্টির পূর্বাভাস, আবার বাড়বে গরম?

৭ তারিখের পর দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব কমবে বলে জানা গেছে

Weather Today: কমছে বৃষ্টির পূর্বাভাস, আবার বাড়বে গরম?

অয়ন ঘোষাল: বৃহষ্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজ্য জুড়ে দমকা ঝোড়ো হাওয়ার প্রবণতা কমতে থাকবে। বাড়বে গুমোট অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব। বুধবারের পরে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। ৭ তারিখের পর দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব কমবে বলে জানা গেছে। 

আরও পড়ুন: Calcutta High Court: হাইকোর্টে লস্কর জঙ্গি, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সওয়াল করল নিজেই

দক্ষিণ আন্দামান সাগরে বুধবার দুপুরের পর ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবারের পর এই ঘূর্ণাবর্ত অতি গভীর অথবা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড় হবে কিনা, তা পরবর্তী ফর্মেশন এবং ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ করার পর বোঝা যাবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More