Home> কলকাতা
Advertisement

অভিনব পদ্ধতিতে চুরি গড়িয়ায়

সদর দরজা ভিতর থেকে বন্ধ করে অবাধে লুঠ। গড়িয়ার ব্রহ্মপুরে অভিনব উপায়ে চুরি।

অভিনব পদ্ধতিতে চুরি গড়িয়ায়

ওয়েব ডেস্ক : সদর দরজা ভিতর থেকে বন্ধ করে অবাধে লুঠ। গড়িয়ার ব্রহ্মপুরে অভিনব উপায়ে চুরি।

দরজায় তালা লাগিয়ে বাইরে গিয়েছিলেন দম্পতি। ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে দেখা যায় রান্নাঘরের জানলা ভেঙে ভিতরে ঢুকেছে চোরেরা। নগদ টাকা ও সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

কড়েয়া গুলিকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার

অন্যদিকে কড়েয়া গুলিকাণ্ডের মূল অভিযুক্ত মুস্তাকিনকে গ্রেফতার করল পুলিস। দক্ষিণ শহরতলি থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসর গুণ্ডাদমন শাখা। মুস্তাকিনের থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।  গত ৮ সেপ্টেম্বর সন্ধেয়  কড়েয়ার শিবতলা লেনে গুলি চলে। একটি বাড়ির ছাদ থেকে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালায় মুস্তাকিন ও তার দলবল। তারপর থেকেই পলাতক ছিল মুস্তাকিন।

Read More