জি ২৪ ঘণ্টা ডিজিটাল: পাঁচ মাস পার। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু? 'চাঞ্চল্যকর সত্যোদ্ঘাটন'। তৃণমূলের দাবি, 'বিবিসির তথ্যানুসারে মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮২ জনের, কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকার স্বীকার করেছিল জনা তিরিশের কথা'।
আরও পড়ুন: Mamata Vs Suvendu: বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ! 'মিথ্যার আঁস্তাকুড়', শুভেন্দুকে নিশানা মমতার..
মহাকুম্ভে বিপত্তি। স্রেফ তাঁবুতে অগ্নিকাণ্ডই নয়, পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল বহু পুর্ণ্যার্থীর। সেদিন ছিল মৌনী অমাবস্যা। প্রয়াগরাজে সঙ্গমের কাছে জড়ো হয়েছিলেন কয়েক লাখ মানুষ। এরপর গভীর রাতে তাঁরা যখন সঙ্গমের দিকে যাচ্ছিলেন, তখনই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সরকারে তরফে জানানো হয়েছিল, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।
এদিকে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা আর্থিক সাহায্য না পেয়ে এলাহাবাহ হাইকোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের মুখে পড়েন সরকারি আইনজীবী। দুই বিচারপতির বেঞ্চ জানায়, সরকার যদি আর্থিক সাহায্যের ঘোষণা করে, তাহলে সেটা সময়মতো নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়াটাও সরকারের কর্তব্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)