Home> কলকাতা
Advertisement

Anubrata Mandal: অনুব্রতর বুকের ব্যথা কমছেই না, SSKM থেকে রামরিক হাসপাতালে 'কেষ্ট'

অনুব্রতর হৃদযন্ত্রে বেশকিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। 

 Anubrata Mandal: অনুব্রতর বুকের ব্যথা কমছেই না, SSKM থেকে রামরিক হাসপাতালে 'কেষ্ট'

নিজস্ব প্রতিবেদন: এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে বের করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। সিটি অ্যাঞ্জিও করতে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতিকে। 

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বুকের ব্যথা কিছুতেই কমছে না। তাঁর হৃদযন্ত্রের বেশকিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বীরভূম জেলা তৃণমূল (TMC)সভাপতির এমআরআই করা সম্ভব নয়। তাই সিটি অ্যাঞ্জিও করতে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 'কেষ্ট'কে।

হাসপাতাল থেকে আগেই জানান হয়েছিল যে বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতির দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমে রয়েছে। এর আগে তাঁর ফুসফুস পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি। ফুসফুসে তখনও জল জমে ছিল। 

আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রতর দুটো অণ্ডকোষের অবস্থাই খারাপ, আপাতত হাসপাতালে 'কেষ্ট'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More