Home> কলকাতা
Advertisement

অষ্টমীতে স্বামী নিখিলকে সঙ্গে নিয়ে প্যান্ডেলে জমিয়ে ঢাক বাজালেন নুসরত

অষ্টমীতে পুজোর আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বৃষ্টির আশঙ্কাকে উড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মাততে রাস্তায় নেমেছেন সেলিব্রিটিরাও।

অষ্টমীতে স্বামী নিখিলকে সঙ্গে নিয়ে প্যান্ডেলে জমিয়ে ঢাক বাজালেন নুসরত

নিজস্ব প্রতিবেদন: অষ্টমীতে পুজোর আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বৃষ্টির আশঙ্কাকে উড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মাততে রাস্তায় নেমেছেন সেলিব্রিটিরাও।

আরও পড়ুন-অষ্টমীতে-ও চোখরাঙানি বর্ষাসুরের, বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

রবিবার অষ্টমীতে সুরুচি সঙ্ঘের প্যান্ডেলে হাজির হয়েছিলেন নুসরত জাহান। স্বামী নিখিল জৈনের সঙ্গে জমিয়ে ঢাক বাজালেন নুসরত। তাঁদের সঙ্গে পাল্লা দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাসও।

fallbacks

fallbacks

এদিন আরতির সময়ে হাজির হয়েছিলেন সুরুচি সঙ্ঘের প্যান্ডেল। লাল শাড়ি পরা নুসরত নাচলেন কয়েকজন মহিলার সঙ্গেও। স্বামী সঙ্গে নিজের ছবি পোস্টও করলেন ইনস্টাগ্রামে।

আকও পড়ুন-দু’মাস পর ফারুক আবদুল্লার সঙ্গে সাক্ষাত্ করলেন তাঁর স্ত্রী ও দলের নেতারা

ইনস্টাগ্রামে নুসরত লিখেছেন, অষ্টমীতে সুরুচি সঙ্ঘে। সঙ্গে হাবি নিখিল ও দাদা অরূপ বিশ্বাস।

Read More