Home> কলকাতা
Advertisement

ইডি যেতেই বদলে গেল তৃণমূল ভবনের চিত্র

ইডি যেতেই বদলে গেল তৃণমূল ভবনের চিত্র

সোমবার পর্যন্ত তৃণমূল ভবনে ছিল অবারিত দ্বার। কিন্তু বুধবার কেন বদলে গেল সেই ছবি? কী এমন ঘটল? মঙ্গলবার তৃণমূল ভবনেই হানা দেয় ইডি।

সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডাকে নোটিস দিতেই সেখানে যান ইডির আধিকারিকরা। শঙ্কুদেবকে সেখানে না পেয়ে ফিরে যান তাঁরা। শঙ্কুদেবের আইনজীবীকে ফ্যাক্স করে নোটিস পাঠিয়ে দেয় ইডি। আর ঠিক তার পরেই দিনই হঠাত্‍ বদলে গেল তৃণমূল ভবনের চেহারা। তৃণমূল ভবনেই ছিলেন শঙ্কুদেব পণ্ডা। কিন্তু দেখা করা গেল না। ঢোকার মুখেই বাধা। ভিতরে নাকি কেউই নেই।

বেশ কিছুক্ষণ পরে তৃণমূল ভবন থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠে চলে গেলেন শঙ্কু। এরপরেই দেখা গেল তৃণমূল ভবনে ঢুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং বৈশ্বান্বর চট্টোপাধ্যায়। ঢোকা যাবে কি না জানতে চাইলে গেটে বলা হল, অনুমতি নিতে হবে। কেন? যে তৃণমূল ভবনে ঢুকতে সংবাদমাধ্যমকে কোনওদিন অনুমতি নিতে হয়নি, হঠাত্‍ আজ নিতে হচ্ছে কেন? তা হলে কি ইডির হানাই বদলে দিল তৃণমূল ভবনের চরিত্র? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

 

Read More